শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রিয়াদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত
রিয়াদ থেকে সিলেট আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানান সৌদিআরব সিলেট প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা;
রিয়াদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জননেতা আজিজুর রহমান কে সংবর্ধনা প্রদান; ফারুক আহমেদ চাঁন,সৌদি আরব!”
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের
যারা চাঁদা নেয় তারা মনে করে এটা তার অধিকার : আসিফ মাহমুদ
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ট্রাম্প
সৌদি আরবের রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দীর্ঘ অনেক বছর পর ফুটবল উৎসবে মেতেছে রিয়াদ প্রবাসীরা

বিদেশের মাটিতে বিনোদনের তেমন সুযোগ থাকে না প্রবাসীদের । শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলার কোনো বিকল্প নাই, এই স্লোগানকে ধারন করে রিয়াদে গত ২২শে অগাস্ট থেকে শুরু হওয়া বর্ণ টিভি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর গ্রান্ড ফিনাল ও প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদের জনপ্রিয় প্রবাস বাংলা ফুটবল ক্লাবের আয়োজনে খাবুস স্টেডিয়ামে হাজারো প্রবাসী ফুটবল প্রেমীদের সমাগমে ফাইনালে ইউনাইটেড উজারাত কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে হারা এফসি।

হারা এফসির অধিনায়ক রাসেল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট এর পুরস্কার তুলে নেন। টুর্ণামেন্টে ১৪টি গোল করে হাইস্ট গোলের ট্রফি তুলে নেন রানারআপ দলের জুয়েল। বেস্ট গোলকিপার হলেন চ্যাম্পিয়ন দলের পাবেল। ১ টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইসতিয়াক।

শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালক সাংবাদিক ফকির আল-আমিনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বাথা সানসিটি পলিক্লিনিকের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ।

প্রধান অতিথি হিসেবে গোল্ডকাপ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন SNB QUICKPAY এর এশিয়ান মার্কেটিং বিভাগের প্রধান মোসাইদ আল মুতাইরি । এসময় তিনি বলেন, বাংলাদেশের যেকোনো অনুষ্ঠানে saudi National bank (SNB) পাশে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের রিয়াদ রিজিওনাল ম্যানেজার মোঃ রকিবুল হোসাইন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এন টিভির সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান। তারা জানান, এত বড় ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে প্রবাসী প্রতিভাবান খেলোয়াড়ের সুযোগ করে দেয়াই আয়োজকদের প্রশংসা করেন ।

পুরো টুর্নামেন্টে সহযোগীতায় ছিলেন, সানসিটি পলিক্লিনিক , ফ্রেন্ডি প্যাকেজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স , নোভা এন্টারপ্রাইজ , এনএস কার্গো, এসআর ফ্যাশন, এএফটিসি, ফুড হাউজ, মোয়াস বিজনেস সলোয়েশন, বর্ণ স্পোর্টস , ঘরোয়া রেস্টুরেন্ট, বিডি স্টার ইন্টারন্যাশনাল।

খেলায় আগত ফুটবল প্রেমীরা বাশি, ব্যানার, ফ্যাস্টুন নিয়ে উল্লাস করেন। যেন বিদেশের মাটিতে আরেকটি বাংলাদেশ। আয়োজকরা মনে করেন সৌদিতে ৩০ লাখ বাংলাদেশিদের মধ্যে অনেক ভাল মানের ফুটবলার রয়েছে । তাদেরকে নিয়ে আরো বড় পেশাদার ফুটবল টুর্ণামেন্ট করলে , বেরিয়ে আসবে অনেক প্রতিভাবান খেলোয়াড়, সুযোগ পেতে পারে সৌদি ক্লাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

Copyright© 2024 All reserved