
প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর ১৯ হেয়ার রোডে। আর জাজজ কমপ্লেক্সের অবস্থান প্রধান বিচারপতির বাস ভবনের ঠিক উল্টোদিকে, কাকরাইলে।
একই ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টোদিকে কাকরাইলের জাজেজ কমপ্লেক্সে।
তবে নাম প্রকাশ না করার শর্তে সুপ্রিম কোর্টের একটি সূত্র কালের কণ্ঠকে বলেন, ‘পৌনে পাঁচটার দিকে একদল মানুষ প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেছে। তখন প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তায় কেউ ছিল না।