
কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাসুল বাদী হয়ে এ মামলা করেন। এতে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় থেকে দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
ওই মামলায় আজ শুক্রবার সকাল পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।