প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ
২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা : সমন্বয়ক নাহিদ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তিনি বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র–জনতাকে উৎসর্গ করছি।
আজ সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা উপস্থিত ছিলেন।
তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলন ঘিরে গ্রেপ্তার নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছে।
নাহিদ বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনো সুযোগ না পায় সে জন্য ছাত্র-জনতাকে রাজপথেই থাকতে হবে।
অনেক পক্ষ সুযোগ নিয়ে আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে পারে জানিয়ে নাহিদ সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিরোধে সবাইকে আহ্বান জানান।
Copyright © 2025 Daily Labbaik. All rights reserved. | Developed by UNIK BD