
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩ শতাংশ। বাকি ৭ শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে। এ ব্যবস্থা রেখে সোমবার (২২ জুলাই) রাতে প্রজ্ঞাপন অনুমোদন করা হয়েছে। প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২৩ জুলাই) জারি হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানান। এই প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আপিল বিভাগের রায় সরকার প্রতিপালন করেছে বলেও জানান তিনি।






