প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ণ
রিয়াদে জমকালো আয়োজনে সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়



ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ: বাংলাদেশী ইনভেস্টার শরীফ মুন্সী ও রাসেল আহমেদ আয়োজনে সাফিন ডিম কনস্টাকটিং কোম্পানি (এসডিসি) উদ্যেগে সৌদি আরবের ৯৪তম মহান জাতীয় দিবস উদযাপন করা হয়।রিয়াদের বাংলাদেশী কোম্পানি Safin Dream Contracting Company Riyadh এর উদ্যোগে সৌদি আরবের ৯৪ তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশাল আকারের কেক কেটে আনন্দ উৎসব মুখর অনুষ্ঠানের সুচনা করা হয়। কোম্পানির চেয়ারম্যান ইনভেস্টর শরীফ মুন্সী , ব্যাবসায়ী ও রাজনীতিবিদ মোতাহার হোসেন লিটন,ফয়সাল আহমেদ ,রাসেল শিকদার,পলাশ সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।এসময় সৌদি আরব সহ বিশ্ব মুসলিম উন্মহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। কোম্পানির সকল কমকর্তাদের বিশেষ পুরস্কৃত করা হয়। সকলের জন্য বিশেষ উপহার ও আকষর্নীয় ভোজের ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সৌদি বাংলাদেশী সহ ভিবিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিক অনুষঠানে উপস্থিত ছিলপন। রিয়াদে জমকালো আয়োজনে সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবস ও স্বাধীনতা দিবসউদযাপন
Copyright © 2025 Daily Labbaik. All rights reserved. | Developed by UNIK BD