শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রিয়াদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত
রিয়াদ থেকে সিলেট আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানান সৌদিআরব সিলেট প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা;
রিয়াদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জননেতা আজিজুর রহমান কে সংবর্ধনা প্রদান; ফারুক আহমেদ চাঁন,সৌদি আরব!”
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের
যারা চাঁদা নেয় তারা মনে করে এটা তার অধিকার : আসিফ মাহমুদ
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ট্রাম্প
সৌদি আরবের রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়

সৌদি আরব প্রতিনিধি:

২৩ অক্টোবর বেলা ১১:৩০ টায় সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন, প্রিন্ট, অনলাইন টিভি ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা দূতাবাস কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স
এস এম রাকিবউল্যা এর সভাপতিত্বে – প্রেস দ্বিতীয় সচিব মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কার্যালয়ে প্রধান মোঃ বেলাল হোসেন।

দীর্ঘ বছর পরে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রিয়াদের বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে রিয়াদের সামগ্রিক পরিস্থিতির উপরে বিভিন্ন বিষয়ে এবং গণমাধ্যম কর্মীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে করণীয় কি , অথবা কি উদ্যোগ গ্রহণ করা দরকার সেই বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা।

গণমাধ্যম কর্মীদের মতামতের ভিত্তিতে এবং প্রস্তাবনার উপরে বিস্তারিত মতামত ব্যক্ত করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স
এস এম রাকিব উল্যা– তিনি গণমাধ্যম কর্মীদের বলেন বর্তমানে বাংলাদেশের ঢাকা আগারগাঁও থেকে রিয়াদ ও জেদ্দার প্রায় ৮৮০০০ পাসপোর্ট প্রিন্ট না হওয়ায় প্রবাসে পাসপোর্টগুলো আসছে না ,সে বিষয়ে আমাদের পাসপোর্ট অধিদপ্তরের ডিজির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, আশা করি এ বিষয়ে একটি সমাধান আসবে, সেজন্য সবাইকে অপেক্ষা করতে হবে, যদি কারো পাসপোর্ট এর কারনে আকামার মেয়াদ শেষ হয়ে আসে তাহলে তাদের পাসপোর্ট এর এক বছর মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি যারা ক্ষুন্ন করছে তাদের ব্যাপারে দুতবাস ব্যবস্থা নিয়েছে এবং তা চলমান রয়েছে। যে সমস্ত ট্রাভেল এজেন্সি বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির নামে মিথ্যা আশ্বাস দিয়ে চার থেকে পাঁচ লাখ টাকা মানুষের কাছ থেকে নিয়ে প্রবাসে এনে চাকরি না দিয়ে প্রতারণা করছে তাদের ব্যাপারেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অসাধু ব্যবসায়ী এবং অপহরণকারী ব্যক্তিদের ব্যাপারে সৌদি সরকারের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের মান সম্মান বিনষ্টকারীদের ব্যাপারে কোন আপোষ নেই, তাদের ছাড় দেওয়া হবে না বলেও তিনি গণমাধ্যম কর্মীদের জানান। বৈধ পথে সবাইকে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান। দূতাবাসের যে কোন অনুষ্ঠানে এলে গণমাধ্যম কর্মীদের সম্মানের সঙ্গে বসার স্থানসহ সকল ধরনের ব্যবস্থা থাকবে বলে তিনি আশ্বস্ত করেন এবং প্রেস সচিবকেও এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এন টিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, প্রধান উপদেষ্টা এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রধান সমন্বয়ক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রধান নাট্যকার ও রোটা: মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক ও বর্ণ অনলাইন ডট টিভির পরিচালক ফকির আল আমিন।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও যমুনা টিভি রিয়াদ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন দিদার, সাধারণ সম্পাদক ও আর টিভি রিয়াদ প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন লিটন সহ স্যাটেলাইট টিভি চ্যানেল, জাতীয় প্রিন্ট, অনলাইন ডট টিভি, অনলাইন ভার্সন পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় প্রয়াত একুশে টেলিভিশনের প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম, চ্যানেল আই এর ক্যামেরা পার্সন মোঃ হানিফ ও একাত্তর টিভির রিয়াদ প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ এর আত্মার মাগফেরাত কামনা করা হয় ।

আগামী দিনেও দূতাবাসের সঙ্গে গণমাধ্যম কর্মীদের সুসম্পর্ক বজায় রেখে মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলেও চার্জ দ্যা অ্যাফেয়ার্স তিনি তার বক্তব্যে বলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

Copyright© 2024 All reserved