শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুমিল্লায় সাংবাদিক রুস্তম খানের উপর সন্ত্রাসী হামলা
পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল
বিশ্বাস সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়, টোকিও সেট গ্রুপ অফ কোম্পানির ৩৩ তম বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন :ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ!
কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের পক্ষ থেকে এসপিএলের উদ্যোক্তা মিঠুকে সংবর্ধনা
রিয়াদে প্রবাস বাংলা ক্রিকেট লীগের শক্তিশালী টিম লক্ষ্মীপুর সিক্সাস এর জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন ;
রিয়াদে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বরগুনা জেলার পাথর ঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও স্থানীয় ইউপির নির্বাচনে একাধিকবার নির্বাচিত ইউপির চেয়ারম্যান জনাব কামরুল ইসলামের সংবর্ধনা ও বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান
রিয়াদে জাকের পাটির আয়োজনে ঈদে মিলাদুনবী(সা:) ও পাটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদে সৌদি আরব পূর্বাঞ্চল যুব দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াদে বর্নিল আয়োজনে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!!

ফারুক আহমেদ চান, সৌদি আরব সৌদি আরবের রিয়াদে বৃহসপতিবার মধ্য রাতে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩তম বছরে পদার্পণ উপলক্ষে বর্নিল আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : এনটিভি সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩তম বছরে পদার্পণ উপলক্ষে বর্নিল আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৪শে জুলাই) রাতে রিয়াদের ২৮নং এক্সিট এর আল পাখামা কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘উৎসবে আনন্দে ২২ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিল ২২ কেজি ওজনের বিশাল আকারের কেক কাটা ও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৬। বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার,রিয়াদের সাকর ফিটনেস,আমিয়াল গুরুপ,নিউ এশিয়ান রেষ্টুরেন্ট, রিয়াদ ফুড হাউজ, অনলাইন পোটাল জনপ্রিয় আলোচিত বার্তা,ফয়সাল সিসিটিভি ও নোভা এন্টারপ্রাইজ। প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কেক কাটা। প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সাধারন সম্পাদক ব্যবসায়ী আলী আহছান কিরন। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন রিয়াদের আমিয়াল গুরুপ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, এনটিভি দর্শক ফোরামের রিয়াদ মহানগর সভাপতি ব্যবসায়ী শপন হাওলাদার , রাজনীতিবিদ হারুনুর রশীদ তালুকদার,ফয়সাল সিসিটিবির এমডি মোহামমদ ফয়সাল প্রমুখ। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করে সাংবাদিক ফোরামের সিনিয়র সহ: সভাপতি জাহাংগীর আলম হৃদয়।দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পী তানিশা,ইসরাত, জাভেদ, মনিকা,ইমন বাউল গান করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতাসহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা করেন। সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান বলেন, ‘প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যাহত থাকবে।’ এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০