
সৌদি আরব প্রতিনিধি-
৯ ফেব্রুয়ারি সকালে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা কমিটি ও শিক্ষকদের সঙ্গে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা স্কুলের সেমিনারে কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান
মোহাম্মদ শোয়াইব, অধ্যক্ষ রকিবুল আলম, উপাধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন, কাওসার মাহমুদ- ভাইস প্রিন্সিপাল (অ্যাকাডেমিক) ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন -সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্যাটেলাইট চ্যানেল এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি প্রধান কবি,লেখক , নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, এনটিভির মিডিয়া প্রতিনিধি ও
সহ-সভাপতি মাসুদ রানা, সংগঠনের সাধারণ সম্পাদক বর্ণ.tv পরিচালক ফকির আল আমিন ,
প্রচার সম্পাদক এসএটিভি রিয়াদ প্রতিনিধ ফকির হাকিম, দপ্তর সম্পাদক ও বৈশাখী টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব বার্তা প্রতিনিধি ইন্জিনিয়ার আসমাউল হোসেন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকালের সৌদি আরব প্রতিনিধি শাহাদাত আল মাহাদী।
সংগঠনের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে এই সময় উপস্থিত ছিলেন
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভি র রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রধান সমন্বয়ক ও দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,
উপদেষ্টা ও লাব্বাইক পত্রিকার প্রতিনিধি শাহজালাল ভুট্টু প্রমুখ।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় কালে স্কুল পরিচালনা কমিটি শিক্ষকবৃন্দ আগামীতে যে কোন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি সুনিশ্চিত , শিক্ষকদের সঠিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত হয়ে উঠবে, অভিভাবক সমাবেশসহ সকল কাজে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকার ব্যাপারেও জোরালো ভুমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অপর দিকে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ বাংলা শাখা এবং আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ ইংলিশ শাখায় বাৎসরিকভাবে পরীক্ষায় অংশ নিয়ে প্রতিটি ক্লাসে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ফলাফল অর্জন করবে তাদের পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
একইভাবে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ কর্মচারী যারা কর্ম দক্ষ তাদেরকেও পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন। আলোকিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার স্বার্থে সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পাশাপাশি সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের পক্ষ থেকে যেকোনো ধরনের
সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।