অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ব্যাংকগুলোতে ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত লেনদেন কমেছে। শাখাগুলোতে গ্রাহক উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। নিরাপত্তার স্বার্থে কিছু কিছু ব্যাংকের শাখা বন্ধ রাখতেও দেখা গেছে।গতকাল রবিবার রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল ও গুলিস্তান এলাকা পরিদর্শনে এসব তথ্য উঠে এসেছে।
মতিঝিলের শাপলা চত্বরের পাশেই অবস্থিত সোনালী ব্যাংকের লোকাল অফিস। কিন্তু আজ ব্যাংকের প্রধান দরজা বন্ধ রাখতে দেখা যায়। ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে প্রধান দরজা বন্ধ রাখা হয়েছে। কিন্তু অন্য পাশে একটি ছোট দরজা আছে, সেদিক দিয়ে গ্রাহক আসা-যাওয়া করতে পারছেন।