প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে জামাল ভূঁইয়ার ভিডিও বার্তা

কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থির এক সময় পার করছে বাংলাদেশ। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। তার আঁচ পড়েছে ক্রীড়াঙ্গনেও।
সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ক্রীড়াঙ্গনের অনেক খেলোয়াড়ই কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন।
বাদ গেলেন না বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন এই মিডফিল্ডার।জামাল সঙ্গে আহ্বান করেছেন যেন দেশের সম্পদের কেউ ক্ষতি না করে। ভিডিও বার্তায় তিনি বলেছেন,‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন।
তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।’আন্দোলন নিয়ে জামাল আরো বলেছেন,‘ ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে।
Copyright © 2025 Daily Labbaik. All rights reserved. | Developed by UNIK BD