প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ
উত্তর প্রদেশে শেখ হাসিনা, শিগগিরই যেতে পারেন লন্ডন

শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লির পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশে অবতরণ করেছে। রাজ্যের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা শিগগিরই ভারত থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বলে ধারণা করা হচ্ছে।এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
তার সঙ্গে ছোট বোন রেহানাও আছেন বলে জানা গেছে।এদিকে ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।
Copyright © 2025 Daily Labbaik. All rights reserved. | Developed by UNIK BD